প্রতিনিধি পাকুন্দিয়া : গতকাল পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকারের নেতৃত্বে এক অভিযানে ৪নং এগারোসিন্দুর ইউনিয়নের চরদেউকান্দি মৌজায় ১ নম্বর খতিয়ানের ২৫৮ নম্বর দাগের ১৩ শতক খাস জমি উদ্ধার করা হয়। জমির দাম প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা। সরকারের নামে ১ নম্বর খাস খতিয়ানে রেকর্ড করা জমিটি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। উক্ত খাস জমিতে টিনের ছাপড়া ঘর ও কিছু খাবার হোটেল ছিল।
অভিযানে সরকারের পক্ষে মালিকানা সাইনবোর্ড টানিয়ে প্রশাসনের দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়। এই অভিযান পরিচালনার সময় পাকুন্দিয়া সংশ্লিষ্ট ভ‚মি সহকারী কর্মকর্তা মাহাবুর রহমান, জহিরুল হক, আ. সোবান ও পাকুন্দিয়া থানার এস আই জামিল সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযানে এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন স্থানে ম‚ল্যবান অনেক খাস জমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। এসব খাস জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।