মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৭৯ Time View

স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বেলুন উড়িয়ে অতিথিরা টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় চন্ডিপাশা ইউনিয়ন দল চরফরাদি ইউনিয়ন দলকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আসাদ মিয়া।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুন সরকার, মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দীন ও চরফরাদি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।

খেলার ধারা বর্ণনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক মো. হাবিবুল্লাহ তমিজ ও সাবেক খেলোয়াড় রেজাউল করিম। খেলা পরিচালনায় ছিলেন প্রশান্ত কর, মাসুদ মিয়া ও রিটন মিয়া। উপজেলার এ ফুটবল টুর্নামেন্টে নয়টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty