প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) ক.ম. মুহিব্বুল্লাহ বচ্চন : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছের সঙ্গে মোটরবাইকের ধাক্কা লেগে দু’জন স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে পাকুন্দিয়া-মঠখোলা সড়কের মঠখোলা নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চরখামা গ্রামের আহাদ মিয়ার ছেলে রিহাদ (২০) এবং একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে পলাশ (১৭)। তারা উভয়েই মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন দূর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে নিহত পলাশ ও রিহাদ দুই বন্ধু মিলে পলাশের মামার বাইক নিয়ে পার্শ্ববর্তী উপজেলা কটিয়াদীতে ঘুরতে যায়। এ সময় পলাশ বাইকটি চালাচ্ছিল।
কটিয়াদী থেকে ফেরার পথে পাকুন্দিয়া-মঠখোলা সড়কের নতুন বাজার সংলগ্ন স্থানে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেইন্ট্রি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে পড়ে। এতে দু’জনই গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দুর্ঘটনার সময় বাইকটি বেপোরোয়া গতিতে চালাচ্ছিল।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।