পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে ডাক বাংলো মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এড. মো. জালাল উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম সুজন।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, মো. কামাল উদ্দীন, আব্দুস সাত্তার, মানসুরুল হক বাবুলসহ বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এড. মো. জালাল উদ্দীন বলেন, দেশের বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন জেলার মানুষ নানা সমস্যার মধ্য দিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এমন পরিস্থিতিতে বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠা বার্ষিকী ঘটা করে পালন না করে সীমিত পরিসরে আয়োজনের পরামর্শ দেয়। তাই আমরা আজকে ছোট পরিসরে শুধু দোয়া মাহফিলের আয়োজন করেছি।
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হন তাহলে দল আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আপনারা এ কর্মকান্ড থেকে সাবধান থাকবেন। যদি এ কর্মকান্ডে জড়িত হন তাহলে এর দায়ভার আপনার উপরই বর্তাবে। দল এর দায়ভার নেবে না।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাম্প্রতিক বন্যা ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় এবং বেগম খালেদা জিয়াসহ তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন পাকুন্দিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. ইদ্রিস আলী।