ভ্রাম্যমাণ প্রতিনিধি (কিশোরগঞ্জ) মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট উপশহরে পুলেরঘাট আঞ্চলিক বিএনপি ও তার অঙ্গ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে।
গতকাল রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।এ সময় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলেরঘাট উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোকাররম হোসেন, কিশোরগঞ্জ উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চেয়ারম্যান ও কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আতাহার আলী,
চৌদ্দশত ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ কাদির, পুলেরঘাট আঞ্চলিক বিএনপি নেতা ওমর ফারুক, পাকুন্দিয়া উপজেলা যুবদল নেতা নুরুল বাশার অপু, পুলেরঘাট আঞ্চলিক ছাত্রদল সভাপতি মোঃ সিয়াম প্রমুখ।