পাকুন্দিয়া প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগামী ১৬ ডিসেম্ভর মহান বিজয় দিবস উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদে সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন।
ইউএনও জানান, এ বছর বিজয় দিবস খুব একটা আরম্বরপূর্ন হবেনা, দেশের এই ক্রান্তিলগ্নে সরকারের নির্দেশে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। অপ্রিতিকর যে কোন ঘটনা এড়াতে আগের বছরের মত বড় পরিসরে কোন আয়োজন হবে না। তবে মক্তিযুদ্ধাদের জন্য সংবর্ধনার আয়োজন উপজেলা পরিষদ চত্বরে করা হবে।
উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মামুন সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, পাকুন্দিয়া থানার এস আই মো মেনহাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন কৃষক দলের পাকুন্দিয়া থানার সভাপতি শামছুল হক মিঠু, যুব দলের সভাপতি মো.রাকিবুল আলম ছোটন, সাবেক কাউন্সিলর রিপন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র দলের সভাপতি মো. মাজহারুল হক উজ্জল, যুবদল নেতা মো. আলমগীর হোসেন, ছাত্রদল নেতা সবুজ। এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন দফরের কর্মকর্তা, মুক্তিযুদ্ধা, সাংবাদিক, মসজিদের ইমাম ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।