স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়ায় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া পুরাতন বাজার সংলগ্ন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। পুলেরঘাট বাজার বনিক সমিতির সাবেক সভাপতি খায়রুল আলম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলেরঘাট বাজারের হাজী লুৎফর রহমান সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা মো. মোকাররম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন বাপ্পী, পুলেরঘাট বাজারের ব্যবসায়ী মো. নজরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সদস্য মো. শহিদ মিয়া, পুলেরঘাট বাজারের ব্যবসায়ী খন্দকার তৌহিদুল ইসলাম, মো. খুর্শিদ আলম, মো. সানিয়াত কবির ইদ্রিস, চন্ডিপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল প্রমুখ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে বিবাহিত ফুটবল দল অবিবাহিত ফুটবল দলকে ২-১ গোলে হারায়। খেলা শেষে বিজয়ী দলকে ১টি খাসী উপহার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।