পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬) এপ্রিল পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এক র্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লালহোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন পুলিশসুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিলউদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার প্রমুখ।পাকুন্দিয়া উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ জানান, শুক্রবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী কর্মশালায় মোট ২০৩৩ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৮ মে এ উপজেলায় ৮৫টি কেন্দ্রে স্বচ্ছ ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।