প্রতিনিধি পাকুন্দিয়া : পাকুন্দিয়া সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকায় যানজট নিরসনের দায়িত্ব পালন করছে ছাত্র সমাজ ও ফায়ার সার্ভিস। দেশের এই সংকটময় পরিস্থিতিতে পাকুন্দিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা দায়িত্ব পালন করছেন। পুলিশের কার্যক্রম চালু হলেও নিরাপদে অবস্থান করায় সড়কে তাদের কে দেখা যাচ্ছে না। আর এসব দায়িত্বে নিয়োজিত থেকে রাস্তাঘাটে ছাত্রছাত্রীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
গতকাল সোমবার সকাল থেকে পালাক্রমে ছাত্রছাত্রীরা পাকুন্দিয়া উপজেলা সামনে, থানার মোড়, কোদালিয়া চৌরাস্তা, পুলেরঘাট উপশহর বাসস্ট্যান্ডসহ প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে যানজটমুক্ত সড়কের জন্য কাজ করে যাচ্ছেন। এলাকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৪০/৫০ জন শিক্ষার্থী মোড়ের চারপাশে অবস্থান নিয়ে হাত দিয়ে ইশারা করে গাড়ি সিগন্যাল দিতে দেখা যায়। সেখানে থাকা রাফছান নামের এক ছাত্র প্রতিনিধিকে বলেন, রাস্তায় কোন গাড়িতে যেন চাঁদাবাজি না করতে পারে, আর কোনো ক্ষতি যেন না করতে পারে, তার জন্যই আমরা এবং ফায়ার সার্ভিস রাস্তায় অবস্থান নিয়েছি।’
তিনি বলেন, ‘সেনাবাহিনী এসে দেখে গিয়েছিল এবং আমাদের কে সহযোগিতা করেছেন আবারও আসবে বলে গেছে। এ সময় সড়কে কোনো ধরনের চাঁদা আদায়ের মতো কাউকে পাওয়া যায়নি। চাঁদাবাজিমুক্ত থাকায় স্বস্তি বোধ করছেন বিভিন্ন যানচালক। এতে তাদের সহযোগীতা করছে শিক্ষার্থীসহ রেডক্রিসেন্টের সদস্যরা।