পাকুন্দিয়া প্রতিনিধি, আবু হানিফ : ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের মাধ্যমে ৫০ একর জমিতে বøক প্রদর্শনী স্থাপনের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে পাকুন্দিয়া কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এগারসিন্দুর ইউনিয়নে মঠখলা নতুন বাজার মাঠ সংলগ্ন প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেন।
উপজেলা কৃষি অফিসার নুরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিঃকৃষি অফিসার কর্মকর্তা আ. সামাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলত হোসেন ভ‚ঁইয়া, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোশারফ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হামিম ও নিকলী বøক উপ-সহকারী হামিমুল হক সোহাগ।