এম সাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া : পাকুন্দিয়ায় গত শনিবার (২০ জুলাই) কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মামুন সরকার সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্যও রয়েছেন।
গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। আন্দোলনকারীরা পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে আন্দোলনকারী ও পুলিশের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
একই দিন ও পরের দিন রবিবার কোটা বিরোধী আন্দোলনকারীরা কালিয়াচাপড়ায় (পুলেরঘাট) টায়ারে আগুন জ¦ালিয়ে ও কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের নিকট গাছ কেটে যান চলাচল বন্ধ করে দেয়। এতে পথচারীরা দারুন বিপাকে পড়ে। এসময় পুলিশ আন্দোলকারীদের ধাওয়ায় পিছু হটে নিরপদ স্থানে চলে যায়।