আছাদুজ্জামান খন্দকার, পাকুন্দিয়া : সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সারসহ ছয়টি রোগে আক্রান্ত অসহায় ও গরীব রোগীদের এককালীন আর্থিক সহায়তা কর্মসূচীর সফল বাস্তবায়ন শীষর্ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার দিনব্যাপি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শহীদুল্লাহ, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দীন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলাম, চরফরাদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপনকালে উপপরিচালক কামরুজ্জামান খান বলেন, কয়েক বছর ধরে সমাজসেবা অধিদপ্তর রোগী কল্যাণ সমিতি এবং ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় ও গরীব রোগীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে আসছে। এই সহযোগীতা কার্যক্রমের বিষয়টি জনগনের কাছে পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান তিনি।