প্রতিনিধি পাকুন্দিয়া : পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় বদলিজনিত কারণে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ মাহবুব আলমের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: বিল্লাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার। বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়ার পৌর নায়েব মোঃ নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উজেলার ৬টি ইউনিয়নের নায়েব এবং উপজেলার ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ। বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও মোঃ বিল্লাল হোসেন বলেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার দুই বছর সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে।
তিনি আরো বলেন, পাকুন্দিয়া উপজেলাবাসীর মাঝে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার তার কর্মের মাঝে বেঁচে থাকবে। আমি মনে করি এই উপজেলার মানুষ তাকে খুব সহজে ভুলতে পারবে না।
শেষদিকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার আবেগী হৃদয়ে সকলের উদ্দেশ্য বলেন, আমি দীর্ঘ দুইটি বছর এই উপজেলার দায়িত্ব পালন করেছি।
কর্মজীবনে ভূমি সংক্রান্ত বিষয় সবাই সু-দক্ষতার সাথে কাজ করছেন। সকলের দোয়া ও ভালোবাসায় আমি মুগ্ধ। আজ আমি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। বিদায় অনুষ্ঠানে নতুন যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার কে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।