প্রতিনিধি পাকুন্দিয়া : পাকুন্দিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পাইক লক্ষিয়া গ্রামের বাসিন্দা আফসার উদ্দিন নামে এক সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। ওয়াড্রোপের ড্রয়ার ভেঙে নগদ ৫০ হাজার টাকা ও দুই লক্ষ ৩২ হাজার মূল্যের স্বর্ণের দুই জোড়া কানের দুল, তিনটি আংটি, দুই জোড়া পায়ের নুপুর, নাকের ফুল চুরি করে নিয়ে যায়।
গত (১৯ মে) রবিবার রাত ১০টার পরে উপজেলা পাইকলক্ষিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আফসার উদ্দিন জানান, গত (১৯ মে) বিকেলে তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যাই, আনুমানিক রাত ১০টার দিকে আমার ঘরে তালা দিয়ে অন্য ঘরে বাড়ির লোকজন শুয়ে পরে। গতকাল (মঙ্গলবার) সকলে ৬টার দিকে ঘরে ফিরে দেখি জানালা দরজা খোলা।
ঘরে ঢুকে দেখতে পান নগদ টাকা সহ স্বর্ণ অলংকার চুরি হয়ে গেছে। পরে চুরির বিষয়টি পাকুন্দিয়া থানায় অভিযোগ করা হয়েছে। চুরির ঘটনা প্রকাশ হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন এবং ক্ষোভ প্রকাশ করেন। পাকুন্দিয়া অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু পিপিএম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।