ভ্রাম্যমাণ প্রতিনিধি, মো. মিজানুর রহমান :
পাকুন্দিয়ায় জন্মগত এক শারীরিক প্রতিবন্ধীর জমিজামা জোরপ‚র্বক দখলে নিয়েছে তার সৎ ভাই।
উপজেলার নারান্দী ইউনিয়নের পূর্ব নারান্দী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। প্রতিবন্ধী মো. আশরাফুল, তার মা নুরজাহান এবং দুই বোন ইয়াসমিন আক্তার ও হালিমা আক্তারের হিস্যানুযায়ী প্রাপ্য জমি জোরপ‚র্বক দখলে নিয়েছে মৃত ইছব আলীর ছেলে শামসুল ইসলাম। এ নিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) বরাবর একটি আবেদন করেছে সৎ মা নুরজাহান।
আবেদনের তথ্যস‚ত্রে জানা যায়, উপজেলার নারান্দী মৌজায় খতিয়ান নং-২৬০৫, দাগ নং-৪৫৭৭ ও ৪৫২৪ এ যথাক্রমে ২৩ ও ৭.১৫ শতাংশ ভ‚মি ওয়ারিশ প্রাপ্ত হয় ভুক্তভোগীরা। ইছব আলী মারা গেলে তার প্রতিবন্ধী ছেলে মো. আশরাফুলের নামে ৪০৫৩ (৯-১) ২০২৩-২৪ নং মোকদ্দমাম‚লে নামজারি ও জমাখারিজ করা হয়।
ভুক্তভোগীদের দাবি, শামসুল ইসলাম পেশি শক্তি খাটিয়ে জোরপ‚র্বক জমিগুলো দখলে নিয়েছে। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে শালিস দরবার হলেও অভিযুক্ত শামসুল ইসলাম শালিস দরবার মানতে নারাজ।
এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মামুন সরকার বলেন, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট নারান্দী ইউনিয়ন তহশিলদারকে দ্বায়িত্ব দেয়া হয়েছে।