প্রতিনিধি, পাকুন্দিয়া, ক.ম মুহিব্বুল্লাহ বচ্চন : কিশোরগঞ্জে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জেলা সদরের জামিয়া আহমদিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হাফেজদের সেবামূলক ফাউন্ডেশন ‘সেরা হুফফাজ ফাউন্ডেশন’ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ মাহমুদী।
জেলা পর্যায়ে অনুষ্ঠিত বাছাইয়ে পাকুন্দিয়া পৌর সভার দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার ৬ জন নির্বাচিত (ইয়েস কার্ড) হয়েছেন। এর মধ্যে ১০ পারা গ্রæপে ওই মাদ্রাসার দুই শিক্ষার্থী যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেছেন। তারা হলেন- হুজাইফা এবং সাদমান আহমদ।
এছাড়া ৩০ পারা গ্রæপে দ্বিতীয় হয়েছেন ফাহাদ হাসান। নির্বাচিতরা পরবর্তীতে কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শরিফুল ইসলাম বলেন, হাফেজদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জেলা পর্যায়ের বাছাইয়ে আমাদের প্রতিষ্ঠানের ছয়জন ইয়েস কার্ড পেয়েছেন। এছাড়াও তিনজন মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় নির্বাচিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীদের এমন অর্জনে আমরা খুবই উচ্ছসিত। ইনশাল্লাহ কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা মাদ্রাসার জন্য সুনাম বয়ে আনবেন। সবাই তাদের জন্য দোয়া করবেন।