পাকুন্দিয়া প্রতিনিধি, মুহিব্বুল্লাহ বচ্চন :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রবীণ শিক্ষক মো. সৈয়দুজ্জামান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০মিনিটে পাকুন্দিয়া পৌরসদরের নিজ বাসায় তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় পাকুন্দিয়া সদর ঈদগাহে জানাজা শেষে তাকে উপজেলার দাওরাইত গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮। তিনি স্ত্রী, ৫ ছেলে ও দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ শিক্ষক মো. সৈয়দুজ্জামানের মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন গভীর শোক এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মো. সৈয়দুজ্জমান দীর্ঘদিন পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইংরেজী বিষয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০২ সালে অবসরে যান। সুদীর্ঘ কর্মময় জীবনে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে পাঠদান করেছেন। তাঁর অজ¯্র ছাত্র-ছাত্রী বর্তমানে দেশ-বিদেশে কর্মরত থেকে সুনাম ছড়াচ্ছেন।
একজন গুণী শিক্ষক হিসেবে সর্বমহলে তিনি বেশ প্রশংসিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। অবশেষে গত বুধবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, শিক্ষার্থী ও অভিভাবকসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।