প্রতিনিধি পাকুন্দিয়া : পাকুন্দিয়ায় ৮০০ কৃষকের মাঝে বিনাম‚ল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব উপকরণ তুলে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই আলমের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার (আপেল) উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আবদুছ সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনাম‚ল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলার ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মোট ৮০০ কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। এতে প্রত্যেক কৃষক পাঁচ কেজি করে ধান বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ১০ কেজিবটিএসপি সার প্রণোদনা পেয়েছেন।