প্রতিনিধি ঈশ্বরগঞ্জ : কোটা আন্দোলনে দুষ্কৃতকারীদের হামলায় নিহত নারায়ণগঞ্জ পিবিআই কর্মকর্তা মাসুদ পারভেজ ভুঁইয়ার লাশ ঈশ্বরগঞ্জের কালান্দর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহ পিবিআই এর উপ পরিদর্শক আশরাফ জানান, গত ১৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে খিলগাঁও থানার বনশ্রী এলাকায় কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই মৃত্যুবরণ করেন।
তৎসময়ে ঘটনার পারিপার্শ্বিকতায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের লোকজন তার লাশ গ্রামের বাড়ি কালান্দর গ্রামে নিয়ে আসে। পরে পারিবারিক কবরস্থানে স্বাভাবিক নিয়মে দাফন করা হয়।
এঘটনায় নিহতের স্ত্রী মেরিনা আক্তার দিনা খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ন্যায় বিচারের স্বার্থে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে বলে উপ পরিদর্শক আশরাফ জানান।