স্টাফ রিপোর্টার : ডিবি পুলিশ দেখেই একটি প্রাইভেট কার ফেলে পালিয়ে গেলো দুইজন। পরে প্রাইভেট কার তল্লাশি করে পাওয়া গেলো ২০ কেজি গাঁজা। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৩ জুলাই) দুপুরে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায়।
জেলা পুলিশের মিডিয়া সেলসূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি.) মো. মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে একটি প্রাইভেট কারকে থামার ইশারা করে। এসময় বিপদ আঁচ করতে পেরে গাড়ি থামিয়ে দ্রুত দুইজন প্রাইভেট কার থেকে নেমে পালিয়ে যায়।
পরে পুলিশ প্রাইভেট কারটি তল্লাশি করে ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে ভৈরব থানায় অজ্ঞাতনামা দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।