ভ্রাম্যমাণ প্রতিনিধি : পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট উপ-শহরের হাজী লুৎফর রহমান সুপার মার্কেটে বিএনপি কার্যালয়ে পুলেরঘাট আঞ্চলিক বিএনপি’র উদ্যোগে সামাজিক স¤প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় পুলেরঘাট আঞ্চলিক বিএনপি কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিযয়ক সম্পাদক আলহাজ্ব মো. মোকাররম হোসেনের সভাপতিত্বে ও পাকুন্দিয়া উপজেলা বিএনপি সদস্য নুরুল বাশার অপু’র উপস্থাপনায় বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পাকুন্দিয়া উপজেলর চন্ডিপাশা ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক খুর্শিদ আলম, পুলেরঘাট আঞ্চলিক বিএনপি নেতা বোরহান মিয়া, মো. বিল্লাহ মিয়া, ফারুক মিয়া, বিল্লাহ, সুজন, শামছুল, হাদিউল ইসলাম প্রমুখ।
এ সময় পুলেরঘাট আঞ্চলিক বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সভার সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. মোকাররম হোসেন সকলকে সামাজিক স¤প্রীতি বজায় আহ্বান জানান। পাশাপাশি ছাত্র-জনতার আন্দোলনে যারা গণহত্যা পরিচালনা করেছেন তাদের দ্রæত বিচারের আওতায় এনে বিচারের দাবি জানান।