গত ২৩ সেপ্টেম্বর দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘গালকাটা আল আমিন সিঁধেল চোর থেকে নিকলীর ডন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন আল আমিন। প্রতিবাদ লিপিতে তিনি জানান, প্রকাশিত সংবাদটি অসত্য, কল্পনাপ্রসূত, কুরুচিসম্পন্ন এবং ব্যক্তিবিদ্বেষে আমাকে সমাজে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে।
ভবিষ্যতে নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করার সম্ভাবনা থাকায় একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সম্মানহানির জন্য এটি করা হয়েছে। আমার বিরুদ্ধে চুরির কোন মামলা হয়নি। মাদককে আমি ঘৃণা করি। আমার বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশ হওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।