প্রতিনিধি, মিঠামইন (কিশোরগঞ্জ) বিজয় কর রতন : কিশোরগঞ্জের ইটনায় মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দারুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউপি চেয়ারম্যান মোঃ দারুল ইসলাম।
গতকাল শুক্রবার বিকালে মৃগা ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় মুরব্বি সহ এলাকাবাসী ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান মোঃ দারুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, আমার বিরুদ্ধে বিভিন্ন দৈনিক পত্রিকায় সরকারি মাঠ বিক্রির যে অভিযোগ এনেছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমি এই মাঠের সাথে কোনোভাবেই জড়িত না, একটা মহল আমার ব্যক্তিগত ক্ষতি করার উদ্দেশ্যে এই মাঠের সাথে জড়িয়ে দিয়েছে।
তিনি আরোও বলেন, যে মাঠের বিষয়ে আলোচনা হচ্ছে উক্ত মাঠটি এলাকার লোকজনের সম্মিলিত মতামতের ভিত্তিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য ঘরবাড়ি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু এখন গোষ্ঠীগত দ্বন্দ্বে প্রতিপক্ষ তৈরি হয়েছে। এ নিয়ে সর্বশেষ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান তিনি।