প্রতিনিধি, ইটনা : ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় আগামী ২৯শে মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মিটিং, মিছিল, পথ সভা, বিভিন্ন সামাজিক মাধ্যম সহ প্রচারণায় ব্যস্ত সময় পার করছে।
চেয়ারম্যান পদে চৌধুরী কামরুল হাসান (কাপ পিরিচ), এড: খলিলুর রহমান (আনারস), এড: আবুল কাউসার খান মিল্কী (মোটর সাইকেল), ফজলুর রহমান (ঘোড়া) এবং মো: ফেরদৌস ঠাকুর (টেলিফোন)।
ভাইস চেয়ারম্যান পদে শওকত হোসেন মীর জালাল (উড়োজাহাজ), অরুন কুমার ঘোষ (টিয়া পাখি), মোঃ আল ইমরান চশমা, শাখাওয়াত হোসেন মাইক, মুর্শেদ খন্দকার টিউবওয়েল এবং সিব্বির মাহমুদ তালা মার্কা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ রোজি (কলস), হাজেরা বেগম (ফুটবল) এবং মাহমুদা আক্তার রানা (হাঁস) মার্কায় প্রতিদন্ধীতা করছে। চেয়ারম্যান পদে চৌধুরী কামরুল হাসান (কাপ পিরিচ), এড: খলিলুর রহমান (আনারস) এবং এড: আবুল কাউসার খান মিল্কী (মোটর সাইকেল) মার্কায় ত্রিমূখি প্রতিদন্ধীতা হবে বলে সাধারণ ভোটারদের মাঝে শোরগুল শোনা যাচ্ছে।