প্রথমবারের মতো নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজিত হতে যাচ্ছে। তিনদিনের প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর থেকে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার অনেকদিন পেরোলেও এবারই প্রথম তিনদিনের প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পাবেন নারী ক্রিকেটাররা।
এর আগে নারীদের বিসিএলে দুইদিনের ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। এবারই প্রথম তিনদিনের ম্যাচ পাবেন তারা। এর আগেই নারীদের ক্রিকেট উন্নয়নে লংগার ভার্সনের টুর্নামেন্ট আয়োজনের আভাস দিয়েছিলেন বিসিবির নারী উইংয়ের দায়িত্বে থাকা হাবিবুল বাশার সুমন।
ছেলেদের বিসিএলের আদলে টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছিলেন তিনি। এবার জানা গেল ছেলেদের মতোই চার দল লড়বে নারীদের বিসিএলে। দলগুলো হলো উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। রাজশাহী দুই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
২১ ডিসেম্বর রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে লড়বে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। একইদিনে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লড়বে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল। ২৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে লড়বে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল।
একইদিনে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লড়বে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। মাত্রই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেছে বাংলাদেশ নারী দল। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে নিগার সুলতানাদের। এর মাঝেই চলবে এই টুর্নামেন্ট। আপাতত দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি।