কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আওয়াল এর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আজ সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালিত হবে। উল্লেখ্য, প্রধান শিক্ষক রবিউল আউয়াল এর অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দায়ের করা হয় গত ২৭ অক্টোবর। প্রেস বিজ্ঞপ্তি।