স্টাফ রিপোর্টার : প্রীতিকণা সাহা, কিশোরগঞ্জের এক অতি সাধারণ মেয়ে, যার অসাধারণ স্বপ্ন ও নিষ্ঠা জেলা পেরিয়ে পৌঁছে যাচ্ছে জাতীয় পর্যায়ে। কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির এই শিক্ষার্থী বর্তমানে কিশোরগঞ্জ জেলার স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ট্রাই ইউনিটি এলায়েন্স (তোয়া) এর উপ-নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। টিইউঅ্যা এর মাধ্যমে প্রীতিকণা সাহা জেলার মেয়েদের নেতৃত্বদানে উৎসাহিত করে মানবসেবায় অসামান্য অবদান রেখে চলেছেন।
প্রীতিকণা সাহা’র নেতৃত্বে কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ভিশনারিজ লিডার মিট-২০২৪। যা জেলার তরুণ-তরুণীদের সেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করবে এবং নেতৃত্বের গুণাবলি আরও উজ্জ্বল করবে। এরই অংশ হিসেবে প্রীতিকণা সাহা জেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি কলেজে সচেতনতামূলক সেমিনার আয়োজন করেছেন। সেমিনারগুলোতে শিক্ষার্থীরা সমাজসেবার প্রয়োজনীয়তা ও দক্ষতা সম্পর্কে জানতে পারছে।
প্রীতিকণা তার সাফল্যের পেছনে পরিবার ও টিইউঅ্যা পরিবারের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ‘আমার অনুপ্রেরণা আমার পরিবার এবং টিইউঅ্যা-এর সদস্যরা, যারা আমাকে সবসময় সহযোগিতা করেছে ও উৎসাহ যুগিয়েছে।” টি ইউ অ্যা-এর সদস্যদের তিনি বড় বোনের মতো আগলে রাখেন এবং তার স্বপ্ন একদিন Tri-Unity Alliance-TUA এর এই মানবিক কার্যক্রম কিশোরগঞ্জ ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে যাবে।
প্রীতিকণা সাহা একজন তরুণ নেত্রী হিসেবে মানবতার পাঠ ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।