স্টাফ রিপোর্টার : ‘সবার জন্য স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ও বি ডবিøউ বি লিমিটেডের আয়োজনে গতকাল শুক্রবার সকালে জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে পল্লী চিকিৎসকদের নিয়ে একদিনের সেমিনা বা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা পিডিএফ এর সভাপতি মোঃ ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি ডবিøউ লিমিটেডের সিইও নূর মোহাম্মদ নাছির, প্রধান আলোচক ছিলেন পিডিএফ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাঃ মোঃ সোনাম উদ্দিন সোহেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ বদিউজ্জামান জহির, জেলা ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)এর সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন মেম্বারের সভাপতিত্বে সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন সাহেরা, জব্বার মেডিকেল হলের সত্বাধিকারি কবি ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সদর পিডিএফ’র সভাপতি মোঃ জামাল উদ্দিন, কটিয়াদী উপজেলা সভাপতি কবি আব্দুর রহমান রফিক, পাকুন্দিয়া উপজেলা কমিটির সভাপতি কবি মোঃ বোরহান উদ্দিন, করিমগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ মানিক মিয়া, জেলা পিডিএফ এর সহ সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস, প্রদীপ চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন সহ সাংগঠনিক সম্পাদক হাকীম সুলতান আহমেদ ও প্রচার সম্পাদক নয়ন দেবনাথ প্রমুখ। আলোচনা শেষে পিডিএফ এর সদস্যদের নিয়ে একদিনের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আগত পল্লী চিকিৎসকরা সন্তুষ্ট হয়ে এ ধরনের সেমিনার আরো বেশী করার অনুরোধ জানান সংগঠনের কর্মকর্তাদের।