শতাব্দী ডেস্ক : গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস।
দুই ব্রাজিলিয়ান রবসন দ্য সিলভা ও দরিয়েলতন গোমেজ এবং বদলি মোহাম্মদ ইব্রাহিমের গোলে অসহায় আত্মসমর্পণ আকাশি-নীলদের। অথচ দেশের ফুটবলে দুই বড় শক্তি বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। এই দুই দলের লড়াই হওয়ার কথা হাড্ডাহাড্ডি। কিন্তু দিন দিন কিংস-আবাহনী লড়াইটা হয়ে উঠছে এক পেশে, যা ঘরোয়া ফুটবলের প্রসারে অন্তরায়। মাঠে দর্শক টানতে বড় দলগুলোকে আবশ্যই মাঠে লড়াই জমিয়ে তোলা বিকল্প নেই। শিরোপার লড়াইয়ে বসুন্ধরা কিংস-এর প্রতিপক্ষ মোহামেডান।