স্টাফ রিপোর্টার : বজ্রপাতে মৃত্যুবরণকারী করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কলাবাগান গ্রামের দুই দরিদ্র জেলে আলী আকবর ও কাঞ্চন মিয়ার এতিম বাচ্চাদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।
তিনি বলেন, তাদের সন্তানদের পড়াশোনা বাবদ জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সেক্রেটারি এডভোকেট মুসলেহউদ্দিন সুমন, করিমগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল কাসেম, উপজেলা সেক্রেটারী মোঃ নাজিমউদ্দীন মেম্বার, জয়কা ইউনিয়ন সভাপতি মাওলানা জহিরুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন জাময়াতের নেতা-কর্মীবৃন্দ।