ভ্রাম্যমাণ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাত এবং ভারতের গেট গুলো খুলে দেওয়ায় দেশে চলছে ভয়াবহ বন্যা। লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে জীবনযাপন করছেন, কেউবা হারিয়েছেন বসত বিটা। চলমান বন্যায় সহায় সম্বলহীন লাখ লাখ মানুষদেরকে সহযোগিতায় এগিয়ে এসেছেন নানান পেশার, নানান শ্রেণীর মানুষ। যে যায় পেড়েছে সাহায্য করেছে পিছিয়ে নেই ছাত্র-ছাত্রীরাও, তারা রাস্তায় বের হয়ে বন্যার্তদের সাহায্যের জন্য ছুটছেন মানুষের ধারে ধারে।
বসে নেই তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা উচ্চ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররাও। কাজলার ছাত্র সমাজ নামে একটি সংগঠন তৈরি করে দেশের এই ক্রান্তিকালে সহযোগিতা করে আসছেন বন্যা শুরু থেকেই। বর্তমান পর্যন্ত অর্থ সংগ্রহে ছুটছেন সাধারণ মানুষের ধারে ধারে, সহযোগিতার জন্য হাত পেতেছেন প্রত্যেকটা ঘরে ঘরে। বন্যার শুরু থেকে এখন পর্যন্ত নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন কাজলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আজফারুল হক তন্ময় ব্যাচ-১৫, হাসিব আমলা ব্যাচ-১৬, জাকারিয়া ব্যাচ-১৭, রবিন হোসেন শান্ত ব্যাচ-১৭, মাসুদ রানা ব্যাচ-১৭, সোহাগ মিয়া ব্যাচ-১৭, তাদের এই মহৎ উদ্যোগে আনন্দিত এলাকার সাধারণ মানুষ।