স্টাফ রিপোর্টার : অবশেষে ধরা দিল পাকিস্তানের বিপক্ষে বহু প্রতিক্ষীত ঐতিহাসিক টেস্টি সিরিজ জয়। কিছুক্ষণ আগে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটের বড় ব্যাবধানে হারিয়ে ২-০ তে সিরিজ জিতে নিলো বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।
২০০১ সালে ইনজামাম-উল হকের অসাধারণ ইনিংস আর উইকেট কিপার রশিদ লতিফ ও আম্পায়ারের নির্লজ্জ ভ’মিকায় হাত ছাড়া জয়ের পর থেকে প্রায় দুই যুগ বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে। তাই এই জয়, এই পাওয়া, এই তৃপ্তি অনন্যসাধারণ, ঐতিহাসিক। এত দিনে আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়া সার্থক হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান ১ম ইনিংস- ২৭৪(৮৫.১) সাইম আইয়ুব ৫৮, শান মাসুদ ৫৭, সালমান আগা আলী ৫৪, মেহেদী মিরাজ ৫/৬১, তাসকিন আহমেদ৩/৫৭, নাদিম রানা ও সাবিক ১টি উইকেট পান এবং ২য় ইনিংস- ১৭২ (৪৬.৪) সালামান আলী আগা ৪৭, রিজওয়ান ৪৩, শান মাসুদ ২৮, সাইম আইয়ুব ২০, হাসান মাহমুদ ৫/৪৩, নাহিদ রানা ৪/৪৪, তাসকিন ১/৪০।
বাংলাদেশ ১ম ইনিংস : ২৬২ (৭৮.৪) লিটন দাস ১৩৮, মেহেদী হাসান মিরাজ ৭৮, হাসান মাহমুদ ১৩, খুররম শাহজাদ ৬/৯০, মীর হামজা ২/৫০, সালমান আলী আগা ২/১৩ এবং ২য় ইনিংস-১৮৫(৪৯) জাকির হাসান ৪০, নাজমুল হোসাইন শান্ত ৩৪, সাদ মান ইসলাম ২৪, মমিনুল ইসলাম ৩৪, মুশফিকুর রহিম ২২ এবং সাকিব আল হাসান ২১।