অষ্টগ্রা প্রতিনিধি, অজিত দত্ত : বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা ‘আশা’ দেশব্যাপী ১৫ হাজার মানুষকে নিয়ে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। তারই অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বাঙ্গালপাড়ায় স্বাস্থ্যসেবা কেন্দ্রের অষ্টগ্রাম কিশোরগঞ্জ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাঙালপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম। উক্ত মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন প্রণব চন্দ্র দত্ত রিজিওনাল ম্যানেজার আশা বাজিতপুর অঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জয়, ব্রাঞ্চ ম্যানেজার আশা বাঙালপাড়া ও হেলথ সেন্টার ইনচার্জ ডা. মো: আনিসুর রহমান। এছাড়াও স্বাস্থ্য সহকারী, শিক্ষক, সাংবাদিক সহ-সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, দিনব্যাপী আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষা, ৫ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়। আশা কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি সিএসআর কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্যশিক্ষা, ত্রাণ, শীত বস্ত্র, সেনিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে যার অর্থ সংস্থার উদ্বৃত্ত তহবিল থেকে যোগান দেওয়া হয়।