স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার চারবার নির্বাচিত চেয়ারম্যান আবদুল্লাহ বোরহান কুফিয়া(পিনু মিয়া) আর নেই। তিনি গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহে…..রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ৪ পুত্র ও ৬ কন্যা রেখে গেছেন। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে তার নামাজে জানাজা স্থানীয় ডাকবাংলো ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় কয়েক হাজার লোক অংশগ্রহণ করেন।
পরে তাকে বাজিতপুর পৌর এলাকার পশ্চিম বাজিতপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার পুত্র এহসান কুফিয়া বর্তমানে বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এবং বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র।