স্টাফ রিপোর্টার, হোসেন মাহবুব কামাল, বাজিতপুর থেকে : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়।
উপজেলা আহবায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের প‚র্বে বক্তব্য রাখেন সদস্য-সচিব রাজিব আহমেদ, ফজলে এলাহী, একে এম সায়েম খান, রাকিব হাসান, সাইফুল ইসলাম, উত্তম কুমার পোদ্দার প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের অন্যান্য সকল চাকরিজীবীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমমর্যাদার চাকরি করেও ১০ম গ্রেডে বেতন ভাতাসহ সকল সুবিধা পাচ্ছে। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনো ১৩তম গ্রেড অনুযায়ী বেতন উত্তোলন করছেন।
পরিশেষে তারা একটি লিখিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করেন।