স্টাফ রিপোর্টার : গতকাল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রেজাউল হক কাজল আনারস প্রতীকে ৩৬ হাজার,২শ ১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রকিবুল হাসাত শিবলী মটরসাইকেল প্রতীকে ৭ হাজার ৪শ ৭৭ পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মাসুদ মিয়া চশমা প্রতীকে ১৫ হাজার ১শ ২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল হক কাসেদ টিউবওয়েল প্রতীকে ১৩ হাজার ৬৫ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে গোলনাহার ফারুক প্রজাপতি প্রতীকে ২৪ হাজার ৮শ’ ৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফা হোসেন বিলকিছ কলস প্রতীকে ১১ হাজার ৫শ ১৮ ভোট পেয়েছেন।
বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ২ লক্ষ ১৩ হাজার ৫’শ ৭০ জন। এর মধ্যে ১ লক্ষ ১০ হাজার ৬শ’ ৫৭ জন প‚রুষ ভোটার, ১ লক্ষ ২ হাজার ৯’শ ১২ জন মহিলা ও একজন হিজড়া ভোটার। বাজিতপুরে ১টি পৌরসভা, ১১টি ইউনিয়নে ৮৫টি ভোট কেন্দ্রে ৫শ’ ৩১টি কক্ষে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনী কেন্দ্রের তথ্য অনুযায়ী ভোট কাস্টিং হয়েছে ২৬.৭৩%।