স্টাফ রিপোর্টার : বাজিতপুর উপজেলায় গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে বোমা হামলায় অন্তত শতাধিক জনকে আহত করার অপরাধে সাবেক এমপি আফজাল ও তার ভাই সাবেক মেয়র আশরাফ সহ ২৬৭ জনকে আসামি করে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার রাতে এই মামলাটি করা হয়।
মামলার এফায়ার ও পুলিশ স‚ত্রে জানা যায়, ঐ দিন ছাত্র-জনতা শান্তিপ‚র্ণ সমাবেশ নিয়ে বাজিতপুরে বাঁশ মহাল সহ সিনেমা হল রোডে জড়ো হলে আফজালের ৪তলা দালান থেকে প্রকাশ্যে দিবালোকে প্রথমে এলোপাথারীভাবে আন্দোলনকারীদের লক্ষ্য করে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে বৃষ্টির মত গুলি ও পরে বিভিন্ন ধরনের বোমা ও ককটেল ফাটায়।
এতে করে কমপক্ষে শতাধিক জন গুলিবিদ্ধ ও ফ্রিন্টারে আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। লাখো ছাত্র-জনতার রক্তাক্ত সংগ্রামে এক পর্যায়ে দুই দানব ও তাদের দুসররা পালিয়ে যেতে বাধ্য হয়। এই বিষয়ে তানজিন হোসেন শুভ্র (২৪), পিতা শাকাওয়াত হোসেন গ্রাম কৈলাগ, বাজিতপুর বাদী হয়ে ২৩ তারিখ প্রথম বাজিতপুর থানায় হাজির হয়ে ১৯০৮ সালের (২) এর(৩) ধরা সহ ৩২৬,৩০৭ সহ বিভিন্ন ধারায় মামলা রজু করেন। এই বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদ জামান জানান, আসামিরা পলাতক, গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।