স্টাফ রিপোর্টার, হোসেন মাহবুব কামাল : কিশোরগঞ্জের বাজিতপুরে সেনাবাহিনীর অভিযানে ৫৬ বোতল দেশি-বিদেশি মদসহ ৬ মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার মেজর ইমতিয়াজ মাহমুদ, পিএসসির নির্দেশে ওয়ারেন্ট অফিসার মাসুদ আলম সরকার ও ওয়ারেন্ট অফিসার শাহাদত হোসেন এর নেতৃত্বে একদল সেনা সদস্য গভীর রাতে উপজেলার পাঠুলী গ্রামে অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজার ও পরে নিকলী উপজেলার গুরুই ইউনিয়ন থেকে আরো দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের জবানবন্দিতে একাধিক স্থান থেকে ১৯ বোতল দেশি মদ এবং ৩৭ বোতল বিদেশি মদ, ৪ টি মোবাইল, নগদ ১৯,৩০০/- টাকা ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম উদ্ধার করেন। আসামিরা স্বীকার করে যে, উদ্ধারকৃত মাদকদ্রব্য নদী পথে সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে এবং পরে তারা বাজিতপুর-নিকলীসহ দেশের বিভিন্ন স্থানে যুবসমাজের নিকট বিক্রি করে।
ধৃতরা হলেন, খায়রুল ইসলাম( ৪৮), আব্দুল বারেক (৪০), সাইদুল হক(২৬), মাহিবুর রহমান(২৪), মিজবাহ উদ্দীন (৩৭) ও মোহাম্মদ আলী (৫০)। পরে তাদেরকে বাজিতপুর থানায় সোপর্দ করা হয়। এই বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার পর কোর্টে সোপর্দ করা হয়েছে।