স্টাফ রিপোর্টার, হোসেন মাহবুব কামাল, বাজিতপুর থেকে : কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে নোয়াপাড়া গ্রাম থেকে দুটি এয়ারগান ও দুটি রাম দা উদ্ধার করা হয়েছে।
সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ৮টায় খবর পেয়ে লে. কর্ণেল ফারহানা আফরিন পিএসসি অধিনায়ক, ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নির্দেশে একদল সেনাসদস্য উপজেলার নোয়াপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের মুরগির খাামর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে।
সকালে আনেয়ার হোসেন মুরগির খামারে এসে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি স্থানীয় সেনাক্যাম্প ও থানাকে বিষয়টি অবহিত করেন।
উদ্ধারকৃত অস্ত্রগুলো পরে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়। এই বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদ হোসেন জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।