স্টাফ রিপোর্টার : বাজিতপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণের দাবীতে তীব্র আন্দোলনে ফুঁসে উঠেছে হাসপাতালের স্টাফ, ডাক্তার ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় স্টাফরা কর্মবিররতি করে বিক্ষোভে ফেটে পরেন। তাদের লিখিত অভিযোগ ও কথা বলে জানা যায়, ডাক্তার সিনথিয়া তানিন ও প্যাথলজিষ্ট রইস উদ্দীন মিলে আল্ট্রাসনোসহ বিভিন্ন পরিক্ষার নামে হাসপাতালে করলেও রোগীদের কাছ থেকে বাহির থেকে করানোর নামে মাসে ৪ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন।
৩টি অ্যাম্বুলেন্স মেরামত করার আড়ালে মাসে ২ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছেন। আল্ট্রাসনো, ইসিজি, এক্সরের টাকা আত্মসাৎ, ৩ টাকার টিকিট ৫ টাকা। সিলবিহীন দামী ঔষধ বাহিরে বিক্রি, পুরো হাসপাতালকে আওয়ামী লীগের অফিস বানিয়ে রেখেছিলেন। কর্মকর্তা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করলেও সাবেক এমপি আফজাল ও সাবেক মেয়র আশরাফের ফোনের ভয়ে তারা সদা তটস্থ থাকত।
সরকারী টাকায় বাগানে কয়েকটি বৃক্ষরোপন করে এমপি আফজাল হোসেনের নামে নেম ফলক লাগিয়ে রেখেছেন। সরজমিনে কথা হলে নার্স শিউলী দাস, অনামিকা দেবনাথ, ডা: তারেক মাহমুদ, বৈষম্যবিরোধী নেতা সাইদুর রহমানসহ একাধিক লোক এসব কথা বলেন। তবে ডা: সিনথিয়া রাতই পালিয়ে গেছে। সেনাবাহিনী অবস্থা নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে তারা সিনথিয়ার অপসারনে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলে সেনাবাহিনীর প্রানান্তর চেষ্টায় হাসপাতাল স্টাফরা কাজে যোগ দেন।