স্টাফ রিপোর্টার, শামসুল আলম সেলিম : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এক কৃষকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পর থেকে নিখোঁজ ছিলেন ৬০ বছর বয়সী নিবু মিয়া। গতকাল সকালে পার্শ্ববর্তী একটি কৃষিজমিতে তার মরদেহ পাওয়া যায়। মৃত সুন্দর আলীর ছেলে নিবু মিয়া একজন সহজ-সরল কৃষক ছিলেন। তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরিবার স‚ত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পর গতকাল সকাল ১০টার দিকে গ্রামের একটি কৃষিজমির মাঝখানে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, নিবু মিয়ার সঙ্গে কারো কোনো ব্যক্তিগত বিরোধ ছিল বলে তাদের জানা নেই। নিহতের মেয়ে জানান, তারা এ বিষয়ে কিছু জানেন না, তবে তার ভাইরা হয়তো কিছু জানাতে পারবেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে অনেক মানুষ ভিড় জমিয়েছে, তবে পরিবারের সদস্যরা শোকাহত থাকায় তাদের সঙ্গে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন জানান, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি এবং তদন্ত শুরু করেছি। প্রকৃত রহস্য শিগগিরই উদঘাটন করা হবে।’
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বা এর পেছনে কারা জড়িত, তা স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।