এফএনএস : কিশোরগঞ্জের বাজিতপুর থানার পুলিশ রোববার ভোর ৬ টার দিকে জুমাপুর সরিষাপুর এলাকা থেকে জনতার সহায়তায় ৩ টি গরু সহ ৪ গরুচোরকে জনতা গণপিটুনী দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেন। আটককৃতরা হলেন, কটিয়াদী উপজেলার দেওপাশা গ্রামের জালাল উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৩০), করগাঁও ইউনিয়নের কোণাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে আলম মিয়া (৩৬), একই উপজেলার ভোনা নয়াহাটি গ্রামের নুরু মিয়ার ছেলে দিদার মিয়া (২১) ও সড়াইল উপজেলার বেলতলা গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে মোঃ দিপু মিয়া (৩৫)। পুলিশ জানায়, কুলিয়ারচর উপজেলার পৌর শহরে সিংলা গ্রামের শফিকুল ইসলামের গোয়াল ঘর থেকে চোরেরা তালা ভেঙ্গে গরুগুলো চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে কুলিয়ারচর অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান এই প্রতিবেদককে বলেন, তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।