স্টাফ রির্পোটার (বাতিজপুর) : কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুরের সাতানি গ্রাম থেকে ১১০ লিটার চোলাই মদ সহ বর্তমান ইউপি সদস্য ডালিম মেম্বার’কে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ ডিবি পুলিশ। জানা যায়- আজ সকাল ১১টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে কিশোরগঞ্জ ডিবি পুলিশের এস আই মোবারক হোসেনের নেতৃত্বে একদল ডিবি পুলিশ বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুরের সাতানি ও চেঙ্গা হাটি গ্রামে অভিযান চালিয়ে সাতানি গ্রাম থেকে ১১০ লিটার চোলাই মদ সহ ডালিম মেম্বার’কে গ্রেপ্তার করেন।
চেঙ্গা হাটি গ্রামে অভিযান চালানোর খবর পেয়ে পালিয়ে যান আরও দু’জন। এলাকাবাসি জানান- ঐ তিন জন সহ আরো কয়েকজন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। এই বিষয়ে মুঠো ফোনে কথা হলে ডিবি পুলিশের এস আই মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তাঁকে ১১০লিটার মদসহ গ্রেপ্তার করে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৪ এর (গ) ৪১ ধারায় মামলা দায়ের পূর্বক তাঁকে অফিসে জিজ্ঞাসা বাদ শেষে কোর্টে সোপর্দ করা হবে। তার সাথে আরো যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি ডিবি পুলিশের, আসামিকে গ্রেপ্ততার করে উনারা নিয়ে গেছেন।