ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ মিজানুর রহমান : বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ বীমা গ্রাহকের। প্রায় ২৪ কোটি ২ লাখ ৮৫ হাজার ৬৯ টাকা বীমা পরিশোধ না করায় ২ হাজার ৩৮ জন গ্রাহক চরম আর্থিক কষ্টের শিকার হচ্ছে। অপরদিকে বীমা নিয়ন্ত্রণ আইন মানছে না বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী।
বীমা নিয়ন্ত্রণ অধিদপ্তর (আইডিআর প্রতিবেদন) ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নোয়াখালীর দত্তের হাট সার্ভিসিং সেলসহ ২,০৩৮ জন বীমা গ্রহাকের ২৪ কোটি ২ লাখ ৮৫ হাজার ৬৯ টাকা মেয়াদোত্তীর্ণ হলেও দাবি পরিশোধ করছে না বায়রা লাইফ কর্তৃপক্ষ। বীমা কোম্পানী বায়রার দাখিলকৃত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালে মোট বীমা দাবির পরিমাণের টাকা ছিল ২৯ কোটি ৭৩ লাখ, এর মধ্যে ৭ কোটি ৬৮ লাখ টাকা পরিশোধ করছে বায়রা লাইফ।
অপরিশোধিত টাকা থেকে গেছে ২২ কোটি ৫ লাখ। এর প‚র্বে ১২ কোটি ৬৩ লাখ টাকা পরিশোধ করেছে ২০১৭ সালে। সে সালেও ১৭ কোটি ৮৯ লাখ টাকা গ্রাহক দাবি পরিশোধ করেনি বায়রা লাইফ। এর ২০২৩ সালে বিশাল অংকের টাকা মধ্যে নামমাত্র আংশিক পরিশোধ করেছে বায়রা, টাকা পেতে এ দিকে প্রতিনিয়ত গ্রাহক সাধারণ বিভিন্ন জেলার গ্রাহক, সুদূর কুমিল্লা, নোয়াখালী, বাগেরহাট, লালমনিরহাট, কিশোরগঞ্জ জেলাসহ বায়রা লাইফের হেড অফিসে ধর্ণা দিচ্ছে। তাদেরকে নানা আশ্বাস, ঐ মাস, সে মাস বলে নানা কথা বলে বিদায় দিচ্ছে।
আইডিআর এর পরিচালক কামরুল হক মারুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বায়রা লাইফ ২০১১ হতে ২০১৭ সাল পর্যন্ত বীমা আইন ২০১০ এর ৩০ ধারা মতে কোম্পানীর দায় ম‚ল্যায়ন না করায় বীমা আইন ২০১০ এর ১৩০ ধারা মোতাবেক প্রতি বছরের জন্য আইন লঙ্ঘনের দায়ে ৫ লক্ষ টাকা করে মোট ৩৫ লক্ষ এবং
বিগত ৭ বছর আইন লঙ্ঘন অব্যাহত রাখায় দায়ে প্রতিদিন ৫ হাজার টাকা হিসেবে ১ অক্টোবর ২০১২ হতে ১২ ডিসেম্বর ২০১৮ সাল পর্যন্ত ৪ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকাসহ সর্বমোট ৪ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এতে বায়রা লাইফের কর্তব্য পালনে বড় ধরণের অভিযোগ প্রমাণিত হয়।
এছাড়াও তাদের দাপ্তরিক শৃংখলা ভঙ্গের অজস্র নজির রয়েছে যা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে, পর্ষদ পরিচালকেরা নিজের শেয়ার অংশের টাকা কোম্পানীর তহবিলে জমা না দেওয়া, দীর্ঘ বছরেও শেয়ার বাজারে না ফেরা, সিইও নিয়োগ না দেওয়া সহ অসংখ্য অভিযোগ রয়েছে।
দাবি পরিশোধ না করে আওয়ামী সরকারের দাপট দেখিয়েছে। স¤প্রতি কিশোরগঞ্জ জেলার আঞ্চলিক কর্মকর্তা কর্তৃক একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশন-দুদকে রুজু করেছে।
তিনি তার জেলার বিভিন্ন ব্যক্তিদের বীমার দাবির টাকা বায়রা লাইফ পরিশোধ করছে না বলে অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট মন্ত্রাণালয় ও আইডিআর জনস্বার্থে গ্রাহকদের বীমা দাবি পরিশোধ কল্পে দ্রæত ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসবেন, অন্যথায় এক বায়রা লাইফের জন্য দেশের সমস্ত বীমা খাত ক্ষতিগ্রস্ত হবে।