প্রতিনিধি করিমগঞ্জ : করিমগঞ্জের বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসার ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুর ২টায় করিমগঞ্জের বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসার ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মাদরাসার ম্যানিজিং কমিটির সভাপতি হাজী মো: আফির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বারঘড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আয়ুব উদ্দিন, বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার মো: হেলাল উদ্দিন, ম্যানিজিং কমিটির সদস্য আব্দুল আজিদ, ম্যানিজিং কমিটির সদস্য সাইকুল ইসলাম, ম্যানিজিং কমিটির সদস্য আলী আকবর, বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী হাজী মো: ফাইজুল ইসলাম, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, সহকারী শিক্ষক আব্দুল আউয়াল, সহকারী মৌলভী আশরাফ উদ্দিন, সহকারী শিক্ষক ইমাম হোসেন, সহকারী মৌলভী রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ।