দলীয় শৃংখলা বিরোধী কার্যকলাপের অভিযোগে হোসেনপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহŸায়ক মো. রফিকুল ইসলাম (রফিক) কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৯ অক্টোবর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় পদ থেকে তাকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্তের কথা জানা যায়।
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম অব্যাহতির সিদ্ধান্তকে অনুমোদন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধূলজুরী গ্রামের মরহুম শামছুদ্দিন এর পুত্র মো. রফিকুল ইসলাম (রফিক)।
তাদের অভিযোগ, তিনি দলীয় পদ ব্যবহার করে আধিপত্য বিস্তার, অবৈধ ভ‚মি দখলসহ নানান অপকর্মে লিপ্ত থাকেন এবং দলের দুর্যোগকালীন সময়ে তিনি সরকার দলীয় নেতাকর্মীদের সাথে লিয়াজোঁ করে দলীয় কর্মসূচিতে নিরব থাকারও অভিযোগ করেছেন তারা। প্রেস বিজ্ঞপ্তি।