বন্যার্ত মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত করে জেলা সিপিবি
হবিগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত করে জেলা সিপিবি। হবিগঞ্জ ডায়বেটিক হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ডাঃ সমীর দেবনাথ আগত রোগীদের চিকিৎসা দেন। সহযোগিতা করেন প্রত্যুষ চক্রবর্তী।
বন্যা কবলিত গ্রামগুলোর মধ্যে উত্তর জালালাবাদ, নোয়াগাও এবং হুরগাওএ এই কার্যক্রম পরিচালিত হয়। গতকাল ৩০ আগষ্ট শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত ৩০০ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। জেলা সিপিবি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আজমান আহম্মেদ, সদর উপজেলা কমিটির সভাপতি রঞ্জন কুমার রায়, খলিলুর রহমান ও সৌরভ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।