আব্দুর রহমান রিপন, প্রতিনিধি নিকলী (কিশোরগঞ্জ) : বিয়ের পূর্বে মায়ের আশীর্বাদ আনতে গিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে নোয়াখালীর খুঁটি চৌমুহনী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় রাজু। তিনি নিকলী উপজেলার সদর ইউনিয়নের টিক্কলহাটি গ্রামের মো: কাসেম মিয়ার ছেলে। জানা যায়. কনে দেখা শেষ করে মাকে চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে আনতে গত বুধবার (২৬ জুন) সন্ধ্যা সাতটায় বিসমিল্লাহ পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম যাওয়ার পথে নোয়াখালীর খুঁটি চৌমুহনী এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে রাজু নিহত হয়। গাড়িতে থাকা একই গ্রামের তাজুল ইসলামের ছেলে সাইফ মিয়াও নিহত হয়। দুই পরিবারের চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে নিকলীর আকাশ ভারী হয়ে উঠেছে।