এফএনএস : ভারতে রাজকীয় বিয়ের অনুষ্ঠান হয়ে গেল ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের। আর এ বিয়েতেই নিজের ‘বিয়ের ইঙ্গিত’ দিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরকন্যা জাহ্নবী কাপুর। ভারতের জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে জমকালো বিয়ের আসর বসে অনন্ত ও রাধিকার। সে অনুষ্ঠানেই নিজের প্রেমের সম্পর্কে সিলমোহর দেন জাহ্নবী।
আর এতে সায় দেন দীর্ঘদিনের প্রেমিক মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়াও। শোবিজ পাড়ায় বেশকিছু দিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল জাহ্নবী ও শিখরের। এতদিন নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্বের’পরিচয় দিয়েছেন তারা। তবে অনন্ত ও রাধিকার বিয়েতে তাদের দেখা গেল ভিন্ন আঙ্গিকে। গত শুক্রবার অনন্ত ও রাধিকার বিয়ের দিন কাপল হয়েই অনুষ্ঠানে হাজির হন জাহ্নবী ও শিখর। একসঙ্গে তোলেন বেশ কয়েকটি ছবি। ছবি শিকারিদের আবদারও মেটাতে দেখা যায় জাহ্নবীকে।
এ সময়ই ধরা পড়ে জাহ্নবী ও শিখরের প্রেমের অনুভ‚তি। জাহ্নবী ছবি শিকারিদের জন্য নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পোজ দিতে শুরু করেন। আর ওই সময়ই প্রেমিকাকে কাধছাড়া করতে চাচ্ছিলেন না শিখর। তাই জাহ্নবীর পাশ দিয়ে হেঁটে যান। তখনই অভিনেত্রী বøাস করতে শুরু করেন। আর তা দেখে একেবারে চোখ ফেরাতে পারছিলেন না শিখর। দুজনেই অকারণে হাসছিলেন। আর এতেই ছবি শিকারিরা বুঝে যান প্রেমের গভীর সম্পর্কে ভাসছেন দুজন। এতদিন ক্যামেরার সামনে তা আড়াল রাখলেও অনন্ত ও রাধিকার বিয়েতে নিজেদের অনুভ‚তি আর আড়ালে রাখতে চাননি তারা। সোশ্যাল মিডিয়ায় সে মুহূর্তের ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রাধিকার বিয়েতে সোনালি রঙের সিকুইনড লেহেঙ্গা আর হীরার গয়নায় সেজেছিলেন জাহ্নবী। প্রেমিকার সঙ্গে মিল রেখে শিখর পরেছিলেন মেরুন রঙের জমকালো শেরওয়ানি। শুধু অনন্ত ও রাধিকার বিয়ের দিন নয়, সংগীতের অনুষ্ঠানেও পাশাপাশি থাকতে দেখা গেছে এ জুটিকে। সংগীতে ময়ূরীর বেশে হাজির হয়েছিলেন জাহ্নবী। আটসাট পোশাকে নাচতে অসুবিধা হওয়ায় ওইদিন প্রেমিকার পোশাক কাঁচি দিয়ে কাটতেও দেখা যায় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতিকে।
সোশ্যাল মিডিয়ায় অনন্ত ও রাধিকার সংগীত আর বিয়ের অনুষ্ঠানে জাহ্নবী ও শিখরের কিছু কাপল ছবিও ছড়িয়ে পড়েছে। তাই ভক্তরা অপেক্ষায় রয়েছেন আরও একটি বিয়ে দেখার। মায়ের মৃত্যুর পর শিখরের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়েন জাহ্নবী। এ কথা কফি উইথ করণের শোতে সরাসরি স্বীকারও করেন অভিনেত্রী। প্রেমিক শিখরের নাম খোদাই করা অলংকার প্রায়ই পরেন জাহ্নবী। অন্যদিকে নায়িকার পাশে সব সময় ছায়ার মতোই দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিখরকে। তবে নতুন এ জুটি নিজেদের প্রেমের সম্পর্কে কবে পরিণয়ে রূপ দেবেন তা শুধু সময় পেরোলেই জানা যাবে।