প্রতিনিধি ভৈরব : ভৈরবে বিসিবি’র সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ-৬, ভৈরব কুলিয়ারচর আসনের সাবেক সংসদ সদস্য যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন’কে প্রধান আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পৌরশহরের কমলপুর গ্রামের আলম সরকার মামলাটি দায়ের করেন।
মামলায় পাপন ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব-৩ শাখাওয়াত উল্লাহসহ ১শ ৪০ জনের নাম উল্লেখ করে করা হয় ।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় বিএনপি’র দলীয় অস্থায়ী কার্যালয় ঢুকে ককটেল বিস্ফোরণ, ভাংচুর ও ম‚ল্যবান মালামাল চুরি ও লুটপাটের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।